ASANSOLASANSOL-BURNPURCOVID 19Latest

হিরাপুর থানার সিভিক ভলেন্টিয়ারের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু

জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮০৩১, মোট মৃত্যু ৮০ জনের

বেঙ্গল মিরর,আসানসোল,১০ ই অক্টোবর, সৌরদীপ্ত সেনগুপ্ত:
পশ্চিম বর্ধমানের করোনা ঝড় অব্যাহত রয়েছে।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল হিরাপুর থানায় সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত সুজয় মাজির।
সুজয়ের ফ্ল্যাট আসানসোল হিরাপূর থানার কাছেই
বার্নপুরের এর কাছে পুরানহাটে ছিল। যদিও এখন তারা হীরাপুরের মানিকচাঁদ স্কুলের কাছে একটি বাড়িতে থাকে বলে খবর পাওয়া গেছে।

File photo

সদা হাসিমুখ তরুণ সুজয়ের মৃত্যুতে কাউন্সিলর সোনা গুপ্ত এবং তৃণমূল নেতা পূর্ণেন্দু চৌধুরী ( টিপু), মেয়র পারিষদ লক্ষণ ঠাকুর বিষয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

হিরাপুর থানার ওসিকে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে সম্পর্ক স্থাপন করা যায়নি। তবুও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে থানা এবং তার বাড়ির আশপাশে স্যানিটাইজ করা হবে।

এর আগেও আসানসোল দুর্গাপুর কমিশনারেট এর অধীন বিভিন্ন থানায় কর্মরত বিভিন্ন অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার করোনা আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের ১০ অক্টোবর প্রকাশিত ৯ অক্টোবর পর্যন্ত আপডেট করা রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান জেলায় ২ জন আক্রান্তের মৃত্যু এবং ৯৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । আর এর পরেই জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা হয়ে দাঁড়াল ৮০৩১ জন। এদিকে জেলায় ৫৬ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে উঠেছেন। জেলাতে মোট সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৩৫ এবং মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭১১৬। জেলায় করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু র সংখ্যা ৮০।

বেঙ্গল মিরর এর পক্ষ থেকে শিল্পাঞ্চল এর সমস্ত নাগরিক কে আবেদন করা হচ্ছে যে আপনারা এই করোনা পরিস্থিতিতে সাবধান এবং সতর্ক থাকুন। করোনাভাইরাস এখন শহরের অলিতে গলিতে পৌঁছে গিয়েছে। তাই কোনভাবেই যাতে অসাবধানতার বশবর্তী যাতে কেউ না হন। নিয়মিতভাবে যাতে সকল নাগরিক মাস্ক ব্যবহার করেন। নিয়মিতভাবে সাবান দিয়ে হাত ধুতে থাকুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। সরকারি স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের সমস্ত নির্দেশিকা যেন সকল নাগরিক সঠিকভাবে পালন করেন।

Leave a Reply