Doctors Day : চিকিৎসকদের সম্বর্ধনা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে
বেঙ্গল মিরর, আসানসোল: ডক্টর্স ডে বৃহস্পতিবার যথাযথ মর্যাদার সঙ্গে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে পালিত হলো। সিটি কেবেলের কার্যালয়ে চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমওএইচ ডঃ অশ্বিনী কুমার মাঝি, জেলা হাসপাতালের সুপার ডঃ নিখিল চন্দ্র দাস, ডঃ সন্জিত চ্যাটার্জী, এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, সিটি কেবেলের জয়দীপ মুখোপাধ্যায়, প্রবীর ধর, ববিতা দাস প্রমুখ।
অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ববিতা দাসের নেতৃত্বে জেলা হাসপাতালে চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়া হয়।