WBTPTA সালানপুর ব্লক শাখার উদ্যোগে খাবার বিতরণ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লক এর পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সালানপুর ব্লকের বিভিন্ন আদিবাসী গ্রামে গ্রামে গিয়ে আদিবাসী মানুষ জনকে দুপুরের খাবার খাওয়ানাের কর্মসূচির গ্রহণ করা হয়। শিক্ষক সংগঠনের পক্ষথেকে শুক্রবার মল্লাডি আদিবাসী গ্রামে 300 জন মানুষকে দুপুরের খাবার খাওয়ানোর পর শনিবার পত্তাপুর গ্রামের 400 জন মানুষের মধ্যে দুপুরের আহার বিতরণ করেন।দুপুরের খাবারের তালিকায় ছিল ভাত ,ডাল, দুইপ্ৰকার সব্জী, ডিমের ঝোল ।এই আহার পেয়ে অনেকেই তৃপ্তি সহকারে ভোজন করেন ।বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের খুবই আনন্দ যেহেতু মিডডে মিল খাবার এর কথা তারা ভুলেই গেছে তাই বহুদিন পর এভাবে একসাথে সকলে খাবার খাচ্ছে ।




এদিন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপস্থিত ছিলেন জেলাপরিষদের কর্মাধক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং, রূপনারায়ানপুর পঞ্চায়েত প্রধান রানু রায় ,সমাজ সেবী জয় প্রকাশ সিং তাছাড়া
এই কর্মসূচির সূচনা করেন সালানপুর ব্লক মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি রাজীব মুখােপাধ্যায় ও সহসভাপতি জয়দেব বিশ্বাস। এই কর্মসূচিকে সফল করতে বিশেষ ভাবে সহযােগিতা করে পঃ বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চিত্তরঞ্জন সার্কেল।এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অর্ধেন্দু রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিপ্লব মণ্ডলকে সহ আরো অনেকে।