BARABANI-SALANPUR-CHITTARANJAN

পাঁচদিন পর এসডিওর দেওয়া আশ্বাসে উঠল আমরণ অনশন

বেঙ্গল মিরর, কজল মিত্র :- বেকার যুবকদের কাজের দাবি নিয়ে কল্যানেশ্বরীর পি.এইচ.ই দপ্তরের ঠিকাদার সংস্থার বিরুদ্ধে শুরু হয়েছিলো আন্দোলন।তিন দিনধর্ণা চলার পর,পাঁচটি দিন ধরে আমরণ অন্নশন।অবশেষে পঞ্চম দিনে আসানসোল এস.ডি. ও থেকে আশ্বাস পাওয়ার পর পানীয় জল ও শরবত মুখে নিয়ে আমরণ অন্নশন ভঙ্গ করলো রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী, স্থানীয় যুবক সুব্রত বাউরি ও সুরোজ বাউরি সহ স্থানীয় মহিলার।


এদিন কুলটি থানার ইনচার্জ অসীম মজুমদার ও চৌরাঙ্গী ফাঁড়ির ইনচার্জ প্রমিত গাঙ্গুলি এসে অন্নশন কারীদের মুখে পানীয় জল ও শরবত তুলে দেন। এই প্রসঙ্গে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী বলেন গত কাল এস.ডি.ও কে আমাদের দাবি গুলি জানানোর পর আজ আমাদের দাবি গুলি মঞ্জুর করেন তিনি ও পি.এইচ.ই কর্তৃপক্ষ।আজ তিনি আমাকে ফোন করে বলেন আমাদের যে দাবি গুলি তুলে ধরেছিলাম সেই গুলি মঞ্জুর করা হলো।এবার থেকে বহিরাগতদের চাকরি নয় স্থানীয় যুবকদের চাকরি দেওয়া হবে।এই আশ্বাস পেয়ে আজ আমরা অন্নশন ভঙ্গ করলাম।