BARABANI-SALANPUR-CHITTARANJAN

ভ্যাকসিন নিয়ে চলছে অনিয়ম পঞ্চায়েত ঘিরে বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকে ভ্যাকসিন নিয়ে চলছে অনিয়ম আর এই ভ্যাকসিনের দেওয়াকে কেন্দ্র করে সালানপুর ব্লকের ফুলবেড়িয়া পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখল স্থানীয় মানুষজন ।তারা জানাই যে গত 100 দিন পেরিয়ে গেলো তাদের দ্বিতীয় ভ্যাকসিন এর টিকা পাওয়া যাচ্ছেনা ।তাদের প্রতিদিন ডাকা হচ্ছে কিন্তু রোজই ফিরিয়ে দেওয়া হচ্ছে ।যার মধ্যে বহু বয়স্কা মহিলা ও পুরুষ রয়েছে ।সকলেই জানান তারা প্রথমে পর্বত পুর স্বাস্থ্য কেন্দ্রে যায় সেখানে তাদের ভ্যাকসিন নাদিয়ে ফিরিয়ে দেওয়া হয় ।তখন তারা ফুলবেরিয়া পঞ্চায়েতে গিয়ে প্রধান কে ঘিরে বিক্ষোভ দেখায় ।

এছাড়া তারা জানায় পিঠাকেয়ারী হাসপাতালে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।সেখানে গেলে বলা হচ্ছে সকালে এসে নাম লেখানোর জন্যে কিন্তু আমরা বহুদূরে থাকি এত সকালে গেলেও আমাদের নাম নালিখে অন্য নাম ঢুকিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে । ভ্যাকসিন এর তারিখ পেরিয়ে গেলে তারা এখন কি করবে ।এবিষয়ে ফুলবেরিয়া পঞ্চায়েত প্রধান উজ্জ্বল মন্ডল জানান তদের 50 টি কো ভ্যাকসিন এর টিকা টিকা এসেছে কিন্তু তাদের কোভিশিল্ড দেওয়া হবে কিন্তু
কো ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাই তাদের বলা হয়েছিল পরে আসার জন্য ।কিন্তু তারা পঞ্চায়েতে এসে গালিগালাজ ও বিক্ষোভ শুরু করে ।অবশেষে তাদেরকে কোনরকমে বুঝিয়ে পাঠানো হয় এবং আমি আমার উর্ধতম কর্তৃপক্ষ কে এবিষয়ে জানিয়েছি ।

তবাসুম আরা কে গ্রেফতারের দাবিতে বিজেপি প্রতিনিধি দল কুলটি DC অফিসে 

ডিওয়াইএফআইয়ের ভ্যাকসিন দেওয়ার নাটকের ছলে এক অনন্য অভিনয়ের মাধ্যমে বিরোধ প্রদর্শন 

Leave a Reply