BARABANI-SALANPUR-CHITTARANJAN

পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসিউসিআই এর তরফে সালানপুর ব্লক কার্যালয়ে ডেপুটেশন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের রূপনারায়ানপুর এর এসিউসিআই এর পক্ষ থেকে
পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস এর মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন দাবা দাবা নিয়ে মঙ্গলবার ডেপুটেশন দেওয়া হল ব্লক কার্যালয়ে ।এদিন এস ইউ সিআই এর পক্ষ থেকে সকলে রূপনারায়ানপুর বাস স্ট্যান্ড থেকে সামাজিক দূরত্ব ও করোনার আইনের সকল বিধি বজায় রেখে একটি মিছিল করে সালানপুর ব্লক কার্যালয়ে গিয়ে সভা করেন এত পরে সকলে মিলে সালানপুর ব্লক আধিকারিক অদিতি বসু মহাশয়ার কাছে কয়েকগুছ দাবীদাবা নিয়ে লিখিত ডেপুটেশন প্রদানকরেন ।

তাদের দাবিগুলি ১- হলঅবিলম্বে পেট্রোল ও ডিজেলের দাম কমাতে,২- ভোজ্যতেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। ৩ কর্মচ্যুত ও কর্মহীন সকল বেকারদের কাজ দিতে হবে। ৪- চিত্তরঞ্জন থেকে আসানসোল পর্যন্ত অবিলম্বে সরকারি বাস চালু করতে হবে। ৫-সকলকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করতে হবে ৬-ভ্যাকসিন নিয়ে সালানপুর ব্লকে যে দুর্নীতি হচ্ছে তা বন্ধ করে যথা সময়ে সকলকে ভ্যাকসিন দিতে হবে এবং সকল স্বাস্থ্য কেন্দ্রে থেকে এই পরিষেবা চালু করতে হবে।
এছাড়া ৭ -কেশিয়া তিননম্বর গেট থেকে ডাবরমর পর্যন্ত অবিলম্বে ভগ্ন রাস্তার নির্মাণ করতে হবে ।


এই সকল দাবীদাবা নিয়ে তাদের এই ডেপুটেশন দেওয়া হয়েছিল ।তাছাড়া ব্লক কার্যালয়ের নিকট একটি ছোট্ট সভা করেন যেখানে বক্তৃতা রাখতে গিয়ে প্র্নবেশ দত্ত বলেন যে ভয়াবহ মহামারী এবং লকডাউনে ফলে দেশের লক্ষ লক্ষ মানুষ যেমন মারা গিয়েছে ঠিক তেমন কোটি কোটি মানুষ কর্ম হীন ও জীবিকা হীন হয়ে পড়েছে ।তারা এখন অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে ।আর এইরকম পরিস্থিতির মধ্যে পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছোঁয়া৷যা নিয়ে কার্যত মধ্যবিত্তের নাজেহাল অবস্থা। বিজেপি সরকার আসার পর লাগাতার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ছে।আর তাই সাধারণ মানুষের কথা ভেবেপেট্রোল ডিজেলের মুলবৃদ্ধির প্রতিবাদে ব্লক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন দেওয়া হল ।তবে ব্লক আধিকারিক জানিয়েছেন তিনি যথা সময়ে উচ্চ আধিকারিক এর কাছে তাদের এই লিখিত পৌঁছে দেবেন । এদিন এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন দীপেন সোম,সুজয় শেঠ, নির্মল পাল, হেমন্ত মালিক ,বিষ্ণু পদ সাহু,
মৃনাল সামন্ত জতন বণিক, সহ অনেকে ।

অনড় অবস্থান সরে এলেন বাস মালিক সংগঠনগুলি, রাস্তায় নামবে মিনিবাস ও বড়বাস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *