ASANSOLBengali News

ঝাড়খন্ড নম্বরযুক্ত অটো চলা বন্ধ করার দাবি নিয়ে আসানসোলে আরটিও তে স্মারকলিপি দিল “বাংলা পক্ষ”

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বেশ কয়েক বছর ধরে আসানসোল বাজারে যে সমস্ত অটো চলছে তারমধ্যে বহু অটো পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের নিবন্ধকরণ। ভিনরাজ্য থেকে অটো নিয়ে এসে অনুমতিপত্র ছাড়া বেআইনি ভাবে বাংলায় চলছে।
এই ব্যাপারে প্রতিবাদস্বরূপ পশ্চিম বর্ধমানের জেলার আসানসোলে আরটিও তে “বাংলা পক্ষ” র তরফ থেকে ডেপুটেশন দেওয়া হল।

“বাংলা পক্ষ”- র তরফ থেকে অক্ষয় ব্যানার্জি বলেন ঝাড়খণ্ড নম্বরের অটো
পশ্চিমবঙ্গ থেকে আয় করছে কিন্তু ট্যাক্স দিয়ে সমৃদ্ধ করছে ঝাড়খণ্ড সরকারকে। এরই সঙ্গে বাংলার বিশেষত আসানসোলের কর্মসংস্থানেরও ক্ষতি হচ্ছে। এরই সঙ্গে দখল হচ্ছে বাংলার কর্মসংস্থানও, যা বাংলার মাটিতে বাংলা মানুষের প্রতি বঞ্চনার প্রকাশ।

মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জেলার আসানসোলে আরটিও কার্যালয়ে আরটিও এর কাছে এবং আরটিও বোর্ড মেম্বার ভি শিবদাসন দাসুর হাতে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেন “বাংলা পক্ষ” – র সদস্যরা। ওই সময় অক্ষয় ব্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন করবী রায়, পাপাই ব্যানার্জি, ঋত্বিক গাঙ্গুলী ,গুরুদাস চ্যাটার্জী প্রমুখ।

Leave a Reply