ASANSOLBengali News

শহরে বিজেপি পার্টি অফিসের সামনে মস্তক মুণ্ডন ও প্রধানমন্ত্রীর শবযাত্রা করে অভিনব প্রতিবাদ কংগ্রেসের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়,/ সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ৬ জুলাইঃ আসানসোল দক্ষিন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার আসানসোল শহরে অভিনব প্রতিবাদ জানানো হয়। আসানসোল পুরনিগম মোড় থেকে মিছিল করে হটন রোড মোড় হয়ে জিটি রোডের বড় পোস্ট অফিস লাগোয়া বিজেপি পার্টি অফিসের সামনে আসেন কংগ্রেসের নেতা ও কর্মীরা। এদিন জিটি রোডে পেট্রোল, ডিজেল রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শব যাত্রা বার করে কংগ্রেসে। বিজেপি পার্টি অফিসের সামনে কংগ্রেস কর্মীরা নিজেদের মস্তক মুন্ডন করে প্রতিবাদ দেখান। সব শেষে শ্মশান যাত্রার রীতি অনুযায়ী প্রত্যেককে মিষ্টি মুখ করানো হয়।


এদিনের এই অভিনব প্রতিবাদে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রসেনজিৎ পুইতুন্ডি, ব্লক কংগ্রেসের সভাপতি শাহ আলম খান, প্রাক্তন কাউন্সিলর অশোক রায় , ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি রাজু দত্ত , কুলটি ব্লকের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রবি যাদব , জেলা যুব কংগ্রেসের সম্পাদক ফিরোজ খান, শ্রীলতা বন্দোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *