ASANSOL

আসানসোল কর্পোরেশনে মহানায়ক দিলীপ কুমার কে শ্রদ্ধাঞ্জলি

বেঙ্গল মিরর , আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : সিনেমা জগতের মহানায়ক অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে বৃহস্পতিবার আসানসোল পৌর কর্পোরেশনের আশুতোষ হলে কর্পোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করে ২ মিনিটের জন্য নীরবতা পালন করা হয়। ওই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান উপলক্ষে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারপারসন অমরনাথ চট্টোপাধ্যায় বলেন যে চলচ্চিত্র জগতের প্রথম সুপারস্টার দিলীপ কুমার ছিলেন।

তার অভিনয়ের ছাপ পরবর্তী সময়ের সিনেমায় দেখতে পাওয়া যায়। বলিউডের দুর্দান্ত অভিনেতা এবং “ট্র্যাজেডি কিং” হিসাবে খ্যাত দিলীপ কুমারের ৭ ই জুলাই বুধবার সকালে মৃত্যু হয়। দিলীপ কুমার দীর্ঘদিন অসুস্থ ছিলেন, শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই উপলক্ষে কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড মেম্বার অভিজিৎ ঘটক,
পূর্নশশী রায়, প্রাক্তন কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জী, সুপারেনটেন্ডিং ইঞ্জিনিয়ার সুকোমল মণ্ডল ছাড়াও কর্পোরেশনের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বরাকর কাণ্ড: ৫ পুলিশ আধিকারিক সাসপেন্ড, ৫ সিভিক পুলিশকে সরানো হল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *