BARABANI-SALANPUR-CHITTARANJAN

পশু চিকিৎসক এসোসিয়েশনের তরফ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

বেঙ্গল মিরর, কাজল মিত্র : -পশু চিকিৎসক এসোসিয়েশনের তরফ থেকে সালানপুর ব্লক তৃণমূলের সহায়তায় আল্লাডি পঞ্চায়েতের বরাভুই গ্রাম-এর 200 দরিদ্র আদিবাসী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এছাড়া এদিন একদিবাসীয় পশু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল ।এই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনি ঘাসি,সহসভাপতি বিদ্যুৎ মিশ্র এবং সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং ও বরাভূই গ্রামের সদস্য উজ্জ্বল মন্ডল ।

বিধায়ক বিধান উপাধ্যায় চিকিৎসক দের এই সমাজসেবা মূলক কাজের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন যেকোন উন্নত সমাজ গড়তে গেলে সকলকে একজোট ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হয় ।আমাদের মাননীয়া মুখমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে থেকে কাজ করছে সেভাবে যদি সকলেই একেওপরের পাশে থেকে এগিয়ে চলে তাহলে সুন্দর সমাজ গড়ে তোলা যাবে।এদিন তিনি সকল চিকিৎসক দের ধন্যবাদ প্রদান করেন ।বিধায়ক বলেন যেকোন সহযোগিতায় তিনি সকলের জন্য রয়েছেন ।
এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি দের পাশাপাশি চিকিৎসক এসোসিয়েশনের জেলা সম্পাদক ডক্টর সন্দীপ কুমার দাস, সালানপুর বিএলডিও ডক্টর শুভাশীষ পাল, ডক্টর সুমোনা ঘোরানী সহ অনেকে উপস্থিত ছিলেন।