ফাদার স্ট্যান স্বামীকে রাষ্ট্রের হেফাজতে হত্যার প্রতিবাদে সভা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : সমাজকর্মী ও আদিবাসী অধিকার আন্দোলনের অগ্রণী যোদ্ধা ফাদার স্ট্যান স্বামীকে রাষ্ট্রের হেফাজতে হত্যার প্রতিবাদে আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের আহ্বানে আজ এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল আসানসোল বি এন আর মোড়ে।সভায় সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মী প্রলয় পাত্র ও পবন দাস।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/07/img-20210711-wa022562923825624885518-500x375.jpg)
এই রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি ও দানবীয় ইউ এ পি এ প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন গৌতম মন্ডল ( অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়ন), সোমনাথ চ্যাটার্জী ( শ্রমিক নেতা),শিপ্রা চ্যাটার্জী ( সিপিডিআরএস),অনিন্দ্য দাস ( শিক্ষক সংগঠন এবিটিএ),ইন্দ্রজিত মুখার্জি ( দুর্গাপুর গণ অধিকার মঞ্চ), স্বপন দাস ( সংখ্যালঘু ও দলিত মঞ্চ),স্বপন পাড়িয়া ( সমাজ কর্মী), মানিক সমাদ্দার ( মজদুর ক্রান্তি পরিষদ),ডি এন দাস ( এআইসিসিটিইউ),সৌমেন্দু গাঙ্গুলি ( ইস্কো মজদুর ইউনিয়ন)। সভার কাজ পরিচালনা করেন সিভিল রাইটসের পক্ষে সুমন কল্যাণ মৌলিক।