ASANSOLKULTI-BARAKAR

বয়স্কা যৌনকর্মীদের পাশে আমেরিকার প্রবাসী বাঙালি এবং আসানসোলের গৃহবধূ

বেঙ্গল মিরর, আসানসোল: সীতারামপুরের লছিপুর যৌনপল্লীর যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন আমেরিকার নর্থ ভার্জিনিয়া প্রদেশের প্রবাসী ভারতীয় এবং আসানসোলের গৃহবধূ দেবযানী সরকার ৷ আজ সেখানে এক অনুষ্ঠানে একশো জন বয়স্কা যৌনকর্মীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় ৷ চাল, মুসুর ডাল, সোয়াবিন ছাড়াও ছিল মশলাপাতি ৷ আমেরিকা থেকে দেবযানীদেবী বলেন, বর্তমানে লকডাউনের ফলে বয়স্কা যৌনকর্মীদের রোজগার প্রায় শূন্য হয়ে যাবার ফলে তাদের জীবনধারন অত্যন্ত কঠিন হয়ে পড়ায় তাদের পাশে দাঁড়িয়েছি ৷

ইষ্টার্ন রেলওয়ে হায়ার সেকেণ্ডারীর শিক্ষক বিশ্বনাথ মিত্র জানালেন, আজকের এই খাদ্যদ্রব্যের জন্য দেবযানী সরকার আমাদের দশ হাজার টাকা পাঠিয়েছেন ৷ দিশার কর্মকর্তা রজনী দাস এই প্রসঙ্গে বলেন, লছিপুরে যৌনকর্মীদের মানোন্নয়ন এবং সাহায্যের জন্য ইতিমধ্যে দেবযানীদেবীর উদ্যোগে গড়ে উঠেছে সীতারামপুর উইমেন গ্রুপ ৷ খাদ্যসামগ্রী বিতরণে বিশ্বনাথবাবুরা ছাড়াও উপস্থিত ছিলেন চাঁদ, টুম্পা সিনহা, দীপ্তি, বাপি সরকার প্রমুখ ৷

Leave a Reply