ASANSOLKULTI-BARAKAR

তৃণমূলের প্যান্ডেল ছিড়ে দেওয়ার অভিযোগ বিজেপির দিকে

বেঙ্গল মিরর, কুলটি : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়। সেই মত আসানসোল পৌরণীগমের কুলটি বিধানসভার 102 নম্বর ওয়ার্ডের রাধানগরে টিএমসির পক্ষ থেকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে দশ ও এগারো তারিখে অবস্থান বিক্ষোভের জন্যে যে প্যান্ডেল বানানো হয়েছিল, বিক্ষোভ শেষ হয়ে তৃনমুল কর্মীরা বাড়ি যাওয়ার পর আজ যখন সকালে প্যান্ডেল খুলতে আছে তখন দেখে ওই প্যান্ডেল বেশ কয়েক জায়গায় ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে কেটে ফেলা হয়েছে।

এই বিষয়ে তৃণমূলের ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সরোজ কর্মকার বলেন এই কাজ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা করেছে।

অপর দিকে বিজেপি মন্ডল সভাপতি অমিত গড়াই বলেন এই কাজের সাথে বিজেপি দলের কোনো যোগ নেই । এটা তৃণমূলের অন্তদ্বন্দের ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *