ASANSOL

আসানসোল রেল ‘দ্য হেরিটেজ ওডিসি’ কফি টেবিল বইয়ের মোড়ক উন্মোচন

বেঙ্গল মিরর ,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্য়োপাধ্য়ায় : আসানসোল রেল ‘দ্য হেরিটেজ অডিসি অফ আসানসোল ডিভিশন’ কফি টেবিল বইয়ের ( coffee Table Book) মোড়ক উন্মোচন : আসানসোল রেল ডিভিশনের ডিআরএম সুমিত সরকারের সুযোগ্য পরিচালনায় আসানসোল ডিভিশন তার উন্নয়নের যাত্রা অব্যাহত রেখেছে। সেই ধারা প্রবাহিত হল সাংস্কৃতিক পরিবেশেও ৷ মঙ্গলবার পূর্ব রেলওয়ে আসানসোল ডিভিশনের অধীনে বিখ্যাত স্থানসমূহের ঐতিহাসিক, ভৌগলিক এবং আর্থ-সামাজিক বিষয় এবং তথ্য চিত্র সহকারে কফি-টেবিল পুস্তক হিসাবে আজ প্রকাশিত হয়। সমগ্র আসানসোল অঞ্চলের বহু জানা অজানা কাহিনি এই বইয়ে স্থান পেয়েছে ৷ যা এই বইটিকে বই-প্রেমিক এবং পর্যটকপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং সমাদৃত হবে বলে মত ব্যক্ত করেন সুমিত সরকার ৷

Asansol Rail


বিশেষ উল্লেখ্য, ‘দ্য হেরিটেজ অডিসি অফ আসানসোল ডিভিশন’ বইটির লেখকবৃন্দ হলেন ডি আর এম সুমিত সরকার, পার্সোন্যাল আধিকারিক বি. এন. ব্যানার্জী, ডি আর এমের ব্যক্তিগত সচিব প্রদীপ চক্রবর্তী,এবং ইষ্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র মহোদয়বৃন্দ ৷

আসানসোল রেল ডিভিশনের ঐতিহ্য যেমন বিদ্যালয়, ধর্মীয় স্থান, উদ্যান, শিল্প, প্রতিষ্ঠান, পশ্চিমবঙ্গের প্রথম বিজনেস হাউস বা প্রতিষ্ঠান, বাণিজ্যিক সেক্টর সম্পর্কিত প্রত্যেক ভবন, দর্শনীয় স্থান সম্পর্কে মনোগ্রাহী বর্ণনা করা হয়েছে। আসানসোলে ডিভিশনের অন্তর্গত রেলওয়ে এবং নন-রেলওয়ে আকর্ষণীয় পর্যটন স্থানগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া এই বইয়ের মূল উদ্দেশ্য। এই কফি টেবিল বইটিতে আসানসোল এবং তার আশেপাশের বাসিন্দাদের পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী স্থানগুলিও সমান গুরুত্বে উপস্থাপিত করি হয়েছে ৷


আজাকের বই প্রকাশ অনুষ্ঠানে এ ডি আর এম এম কে মীনা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সেন্ট প্যার্টিক, সেন্ট ভিনসেন্ট স্কুলের প্রিন্সিপ্যাল! সকল শাখা আধিকারিক এবং এই কফি টেবিল বইটি তৈরিতে সৃজনশীলভাবে যাদের অবদান আছে, তারা সকলেই উপস্থিত ছিলেন।

   


Asansol Station के नए स्टेशन मैनेजर रशीद नदीम बने

आसनसोल रेलमंडल के सीनियर डीसीएम बने शांतनु, सीनियर डीओएम शशिभूषण सिंह

Leave a Reply