শিল্পাঞ্চলে পালিত হল বিপদতারিনি পুজো
বেঙ্গল মিরর, কাজল মিত্র, আসানসোল :- শিল্পাঞ্চলে পালিত হল বিপদতারিনি পুজো , বারো মাসে তেরো পার্বন আর হিন্দুদের পুজা অর্চনার মধ্যে বিপদ তারিনি পুজো এক বিশেষ পুজো গৃহস্থের সকল মহিলারা এই পুজো করে থাকেন। সকলে উপবাস করে পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। বারো মাসে যত ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই বিপদতারিনি ব্রত ।বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে আজকে এই পুজো করলেন সমস্ত ভক্ত গন ।সালানপুর ব্লকের বিভিন্ন গ্রামের মন্দিরে মন্দিরে দেখা গেল ভক্তদের সমাগম ।করোনা মহামারীর কে বিদায় দিতে সকলে মিলে পূজা অর্চনা করেন সকলে ।মহিলারা উপবাস করে পূজা শেষে লুচি পায়েস খেয়ে উপবাস ছাড়েন । তাছাড়া একে অপর এর সিঁথিতে সিঁদুর দিয়ে ব্রত পালনে সকলে থাকেন ।
অন্য়দিকে আজকে রানীগঞ্জ হালদার বাঁধ এর রক্ষা কালী মন্দিরে বিপদ তারানি মায়ের পুজো তে শামিল পৌর প্রশাসক বোর্ডের সদস্য় পূর্নশশি রায়, তিনি বলেন মায়ের আশীর্বাদ নিলাম সকলের জন্য মঙ্গল কামনা করলাম সবাই যেন ভালো থাকে।