Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOLSPORTS

মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সহ-সভাপতি হলেন মলয় ঘটক

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :মন্ত্রী মলয় ঘটক মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সহ-সভাপতি হলেন। রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী তথা আসনসোল উত্তরের বিধায়ক, মলয় ঘটককে ঐতিহ্যশালী মোহনবাগান ক্লাবের সহসভাপতি করা হল। এই খবর প্রকাশ্যে আসার পর তাঁর সমর্থক এবং ক্রীড়া অনুরাগীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। মোহনবাগান ক্লাবের সহ – সভাপতি মলয় ঘটককে তৃণমূল নেতা অভিজিৎ ঘটক, মনোজ রজক, শিক্ষক নেতা মুকেশ ঝা, মোহাম্মদ কামাল প্রমুখ অভিনন্দন জানিয়েছেন।

Mohun Bagan Athletic Club

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *