ASANSOLASANSOL-BURNPUR

WBTPTA এর পক্ষ থেকে রক্তদান শিবির, রক্ত দিলেন শিক্ষক -শিক্ষিকারা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শনিবার বার্নপুরের স্টেশন রোডে তৃণমূল অফিসে ডব্লিউবিটিপিটিএ এর সভাপতি এবং যুব তৃণমূল রাজ্য সম্পাদক অশোক রুদ্রের উদ্যোগে পশ্চিম বর্ধমানের প্রাইমারি শিক্ষক- শিক্ষিকারা রক্তদান করেন এবং ওই অনুষ্ঠানে অনেক শিক্ষককে সম্বর্ধনাও জ্ঞাপন করা হয় ভাল কাজের জন্য ৷ রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারপারসন অমরনাথ চট্টোপাধ্যায় ৷ উনি শিক্ষক সংগঠনের এই প্রচেষ্টা কে সাধুবাদ জানান ও প্রশংসা করেন।

গত দুই বছরে অশোক রুদ্রের নেতৃত্বে শিক্ষকেরা মোট ১৪৪ টি রক্তদান শিবির করেছে যা এককথায় অভাবনীয় ৷ অশোকবাবু ছাড়াও ওই রক্তদান শিবিরে রক্তদান আন্দোলনের পুরোধা প্রবীর ধর ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক প্রেসিডেন্ট লক্ষণ ঠাকুর, প্রাক্তন কাউন্সিলার ভরত দাস, শিক্ষক নেতা রাজীব মুখার্জী, বিশ্বনাথ মিত্র, মলয় বিট, সৌম্যদীপ ঘোষ, সুরজিত নায়ক প্রমুখ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *