ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANLatestNewsPolitics

অরিজিৎ ফের হলেন BJYM জেলা সভাপতি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM) রাজ্যের ৬ টি জেলার সভাপতি ঘোষণা করেছে। অরিজিৎ রায় আবার বিজেওয়াইএম আসানসোল জেলা কমিটির সভাপতি পদে নিয়োগ হয়েছেন। জেলা বিজেপি নেতৃত্ব সুধা দেবী, প্রশান্ত চক্রবর্তী প্রমুখ অরিজিৎকে আবারও জেলা সভাপতি হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

BJYM জেলা সভাপতি

আবার জেলা সভাপতি হওয়ার বিষয়ে অরিজিৎ রায় বলেন যে দল তার প্রতি আস্থা রেখেছে। এখন তার প্রথম টার্গেট ২০২১ সালের বিধানসভা নির্বাচন। এতে যুবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি বুথে সংগঠন জোরদার করা হবে যাতে ২০২১ সালে সুশাসন আনতে বিজেপি সরকার গঠিত হয়।

Leave a Reply