আফগানিস্তানে নিহত ভারতীয় সাংবাদিকের প্রতি আসানসোল প্রেস ক্লাবের শ্রদ্ধা
বেঙ্গল মিরর, আসানসোল, ১৯ জুলাইঃ দানিশ সিদ্দিকী ভারতীয় সাংবাদিক, সংবাদ সংগ্রহ করতে পাড়ি দিয়েছিলেন আফগানিস্তানের কান্দাহারে।সেনাবাহিনীর সঙ্গে থেকে সংবাদ সংগ্রহের সময় আচমকা তালিবানি হামলায় তিনি নিহত হন।




আসানসোল প্রেস ক্লাবের পক্ষ থেকে সোমবার বি এন আর মোড়ে রবীন্দ্রভবনের সামনে সন্ধ্যা ছটায় প্রয়াত সাংবাদিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন এবং মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই হত্যা কান্ডের নীরব প্রতিবাদ জানানো হয়।
উপস্থিত ছিলেন শিল্পাঞ্চলের বুদ্ধিজীবী সূবর্ণা রায় জ্যোতির্ময় ভট্টাচার্য, অনিতা ভট্টাচার্য, ভারতী বন্দোপাধ্যায়, সুদীপ্ত রায়, সাংবাদিক সৌরদীপ্ত সেনগুপ্ত সহ আসানসোল প্রেস ক্লাবের দেবযানি সিনহা, শিবানি মালখুন্ডি, উৎপল দত্ত, গৌর শর্মা, শ্রাবনী বন্দোপাধ্যায়, ভোলানাথ রায় অন্য সদস্যরা।