কয়লা বোঝাই ডাম্পার আটক করল পুলিশ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ সোমবার সন্ধ্যায় গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি কয়লা বোঝাই হাইবা ডাম্পার আটক করে পুলিশ বাইপাস জাতীয় সড়ক সবনপুর মোড় সংলগ্ন একটি লাইন হোটেলের সামনে থেকে !যদিও পুলিশ দেখে ডাম্পারের চালক ও খালাসী পালিয়ে যাই !ঘটনাস্থল থেকে পুলিশ ওই কয়লা বোঝাই হাইবা ডাম্পার টি কে আটক করে চৌরঙ্গী ফাঁড়িতে আনা হয় !পুলিশ তদন্ত শুরু করেছে যে এই কয়লা বোঝাই ডাম্পার টি কথা থেকে কোথায় যাচ্ছিলো খতিয়ে দেখছে পুলিশ !পুলিশ সূত্রে খবর যে হাইবা ডাম্পার টি
দামাগরিয়া রেল সাইডিং থেকে ডাম্পার টি কয়লা বোঝাই করে অন্য কোথাও কয়লা পাচার হচ্ছিলো কী না সেটাও তদন্ত করছে পুলিশ !তবে একই সাথে রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেন !