Bengali NewsKULTI-BARAKAR

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ব্ল্যাক পাউডার বোঝাই লরি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির বাইপাস জাতীয় সড়কের মেলাকলা রেল ব্রীজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ব্ল্যাকপাউডার বোঝাই একটি ১০চাকার লরি ।অল্পের জন্য প্রাণে বাঁচে লরির চালক ও খালাসি।তবে প্রাণে বেঁচে গেলেও তাদের গুরুতর চোট লাগে ।

লরির খালাসি জানান গতকাল রাত্রি ৯টা নাগাদ
ডানকুনি থেকে উত্তরাখন্ড এর দিকে যাচ্ছিলো লরিটি কিন্তু হঠাৎ করে দুইনম্বর জাতীয় সড়কের কাছে একটি লাক্সরি বাস আমাদের লরিটিকে ওভারটেক করার সময় ওই লাক্সারিবাস টি বাঁচাতে গিয়ে আমাদের লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নিচে পরে যাই ।ঘটনাস্থলে কুলটি ফাড়ির পুলিশ এসে এবং তাদের কে চিকিৎসার জন্যে পাঠানো হয়।তবে প্রায়শই দুইনম্বর জাতীয় সড়কের ঘটনা ঘটায় চলেছে ।

Leave a Reply