BARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়ানপুর পুলিশ এর বড়সড় সাফল্য, দুই দুস্কৃতি গ্রেফতার, সোনার গয়না সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী উদ্ধার

বেঙ্গল মিরর,কাজল মিত্র :-সালানপুর থানার রূপনারায়ণপুর এলাকায় বেশ কয়েকদিন ধরে নানারকম চুরির ঘটনা বেড়েই চলছিল।আর এই চুরির মাঝেই রূপনারায়ানপুর পুলিশ বড়সড় সাফল্য অর্জন করলেন।রূপনারায়ানপুর এলাকা থেকে বিভিন্ন বাড়ি থেকে চুরির ঘটনার অভিযোগ উঠে আসছিল। বেশির ভাগই বন্ধ বাড়ি থেকে তালা ভেঙে বাড়ির গহনা ও নগদ চুরি সহ বাড়ির জানালা থেকে মােবাইল চুরি কখনাে আবার রাস্তায় একা মহিলার গলা থেকে হার ছিনতাই এর ঘটনা প্রকাশ পায়।যার ফলে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাড়ির পুলিশ বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে একটি বিশেষ দল তৈরি করে এই দুষ্কৃতিদের দলকে ধরার জন্য চেষ্টা চালায়।প্রায় দেড় বছর থেকে এইসকল দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ ।

এসিপি জানান যে গোপন সূত্রে খবর অবশেষে বড়সড় একটি চোরের গ্যাং প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে জানাজায় যে বহুদিনের চেষ্টায় চোরা কারবারি চক্রের চন্দন রুদ্র ও এস কে রাজকুমার নামের দুই দুষ্কৃতী কে গ্রেপ্তার করতে সমর্থ হয় রূপনারায়নপুর পুলিশ।তারা সালানপুর থানার জেমারী গ্রামের বাসিন্দা বলে জানা যায় ।তাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী পাওয়া গেছে যার মধ্যে একটি এলসিডি টিভি,একটি গিটার, দুটি হোম থিয়েটার,একটি সিসিটিভি ডিভিয়ার,দুটি ল্যাপটপ,আটটি এন্ড্রোয়েড মোবাইল,একটি টুলুপাম্প, কিছু বাসনপত্র,ও একটি স্প্রে মেশিন সহ দুটি সোনার বালা, দুটি সোনার গলার,একটি সোনার চেন, একটি নাখের একটি আংটি ও কানের সোনার গহনা তাদের কাছ থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশের তদন্তকারী দল ।

২৫ জুলাই ধৃত দু’জনকে আসানসােল আদালতে তুলে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে নিয়েছিলেন রূপনারায়ণপুর পুলিশ।পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে এইসকল চুরি যাওয়া জিনিসের খোঁজ পায়।তারা জানাই যে এগুলি তারা বিভিন্ন বন্ধ ঘর থেকে চুরি করে সেগুলি অল্প দামে জেমারি ও আশেপাশের এলাকায় অত্যন্ত অল্প দামে বিক্রি করে দিতাে ।
তাদের দুইজনের বিরুদ্ধে u/s 380 IPC ধারা রুজু করা কোর্টে চালান করা হয়েছে ।তবে পুলিশ এখনো পর্যন্ত এদের সাথে আরো কেও জড়িত আছে কিনা সেই তল্লাশি শুরু করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *