জীবনের ঝুঁকি নিয়েই দিন কাটছে নরসিংহবাঁধ এলাকার মানুষের, অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ, আর্থিক ক্ষতির সম্মুখীন SAIL – ISP
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ৭৭ নং ওয়ার্ডের নরসিংহবাঁধ মিঠাই গলির প্রধান রাস্তা দিয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন। মাথার উপরে ঝুলে থাকা SAIL ISP এর পাওয়ার কেবল দুর্ঘটনাকে হাতছানি দিয়ে চলেছে সর্বক্ষণ। শনিবার রাতে ওভারলোডিংয়ের কারণে, নরসিংহ বাঁধ মিঠাই গলির বৈদ্যুতিক তারে আগুন লাগে,এরপর প্রধান রাস্তায় SAIL ISP এর বার্নপুর ইলেকট্রিক টাউন ডিভিশন প্রধান রাস্তায় বাঁশের সাপোর্টে বৈদ্যুতিক তার ঝুলিয়ে দেন বলে অভিযোগ, যার ফলে যেকোনো প্রাণহানি ঘটতে পারে।














স্থানীয় মানুষদের অভিযোগ সাব রোড নরসিংহ বাঁধের সেল আইএসপি -র ফিডার বক্স থেকে রাজস্থান রোড নরসিংহ বাঁধ পর্যন্ত একটি লাইন অবৈধভাবে নেওয়া হয়েছে, যেখানে অনেক হাই মাস্ট লাইট জ্বালানো হয় এবং অবৈধভাবে দৈনিক প্রায় ৪০ টি টোটো চার্জ করে উপার্জন করা হয়। এই লাইন দেওয়ার নেপথ্যে বার্নপুর গুরুদুয়ারা পানি ট্যাঙ্কি টাউন বিভাগ, বার্নপুর সেল আইএসপি তে কর্মরত এক কর্মীর হাত রয়েছে বলে বলা হচ্ছে। এই অবৈধ বৈদ্যুতিক সংযোগের ফলে দৈনন্দিন ইলেকট্রিক কেবলে আগুন লাগে। এই পুরো বিষয়ে সেল আইএসপির পাবলিক রিলেশন অফিসার অজিত সিং বলেন যে, তিনি এই ঘটনা সম্পর্কে অবগত নন, তবুও তিনি এই বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নজরে আনবেন এবং এই ঘটনায় যেই দোষী পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


