BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ওম্যানস্ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপন

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২ আগষ্টঃ চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বা সিএলডবলু ওম্যানস্ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সোমবার বৃক্ষ রোপণের এক কর্মসূচি নেওয়া হয়। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন চিত্তরঞ্জনের বিভিন্ন এলাকায় ১০১ টি গাছের চারা লাগানো হয়। ছিলেন ওম্যানস্ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি নমিতা কাশ্যপ, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জিএম সতীশ কুমার কাশ্যপ ছাড়াও অর্গানাইজেশনের সদস্য ও কারখানার অন্যান্য আধিকারিকরা। উদ্যোক্তাদের তরফে দাবি করা হয়েছে, করোনার বিধি নিষেধ মেনে এদিনের কর্মসূচি করা হয়েছে।

Leave a Reply