ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

সামডি পঞ্চায়েতের উদ্যোগে কমিউনিটি হল উদ্বোধন করলেন বিধায়ক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকের সামডি পঞ্চায়েতের উদ্যোগে একটি কমিউনিটি হল এর উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ।
সামডি গ্রাম পঞ্চায়েতের ফান্ড থেকে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় করে থেকে সংগ্রামগর গ্রামের বাউরী পাড়ায় একটি কমিউনিটি হলের ফিতে কেঁটে নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।


তাছাড়া এদিন সামডি পঞ্চায়েত এর পক্ষ থেকে বিধান উপাধ্যায়কে তৃতীয় বারের জন্যে বিধায়ক হবার জন্য সংবর্ধনা প্রদান করা হয় ।একই সাথে এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে ছোট ছোট খুদে শিশুরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ।এর পর বিধায়ক সংগ্রামগড় গ্রাম পরিদর্শন করে মানুষের সমস্যার কথা শোনেন। বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।


বিধানসভা ভোটের পূর্বে ভোট প্রচারে এসে তিনি এই অঞ্চলের মানুষের প্রধান সমস্যার কথা শোনেন এবং গ্রামের মানুষের প্রধান সমস্যা ছিল পানীয় জল রাস্তা,ও একটি কমিউনিটি হলের ।
তিনি গ্রামের মানুষের কাছে আশ্বাস দেন খুব তাড়াতাড়ি তাদের সমস্যার সমাধান করা হবে।
এই প্রসঙ্গে বিধায়ক বিধান
উপাধ্যায় বলেন এই গ্রামের মানুষের অনেক দিনের চাহিদা ছিলো একটি কমিউনিটি হলের তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সামডি গ্রাম পঞ্চায়েতের ফান্ড থেকে ৩ লক্ষ টাকা ব্যয় করে এই কমিউনিটি হলের নির্মাণ করা হয়।
তাছাড়া তিনি সনগ্রামগর গ্রামটি পরিদর্শন করে এলাকার মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সামডি গ্রাম পঞ্চায়েত প্রধান জনার্দ্দন, জেলাপরিষদের সদস্য কৈলাশপতি মন্ডল,গৌরাঙ্গ তেওয়ারী,স্বপন মণ্ডল,তাপস উকিল,পঞ্চায়েতের সদস্য বিনা দে সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *