Bengali NewsKULTI-BARAKAR

নাবালিকা কে ধর্ষণ, অভিযুক্তর ফাঁসির দাবি তুলে জিটি রোড অবরোধ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের কুলটি ব্লকের বাউরি সমাজের পক্ষ থেকে পায়ে হেটে মিছিল করে নিয়ামতপুর মোড় জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাউরি সমাজের পক্ষ থেকে । অভিযোগ গত শনিবার রাধানগর হাটীয়া সংলগ্ন এক গ্রামের ঘটনা ওই গ্রামের এক নাবালিকা মেয়ে কে ধর্ষণ করা হয় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে এর পর ঘটনার অভিযোগ দায়ের করা হয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে গ্রেফতার হয় ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত এর পর বাউরি সমাজের পক্ষথেকে এই ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তর ফাঁসির দাবি তুলে পথঅবরোধ করেন ।প্রায় ৩০মিনিট পথ অবরোধ চলার পর নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের আস্বাসে পথ অবরোধ উঠে যাই ।

Leave a Reply