West Bengal

কলকাতার পুলিশ কমিশনার-সহ ৭ আইপিএস ‘মুখ্যমন্ত্রীর পুলিশ পদক’ পাচ্ছেন

বেঙ্গল মিরর, কলকাতা: রাজ্য সরকার ৭৫ তম স্বাধীনতা দিবসে  মুখ্যমন্ত্রীর পুলিশ পদক   প্রাপকদের নাম ঘোষণা করল । অনন্য কৃতিত্বের জন্য এবার পদক পাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।‘পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’-এর সম্মান দেওয়া হচ্ছে আইপিএস পীযূষ পাণ্ডে এবং আইপিএস ডিপি সিংকে। এখন পীযূষ পাণ্ডে রয়েছেন এডিজি (কারা)-র দায়িত্বে এবং ডিপি সিংহ উত্তরবঙ্গের আইজি। প্রশংসনীয় কাজের জন্য পদক পাচ্ছেন মোট সাত জন আইপিএস অফিসার। আগামী ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে এঁদের প্রত্যেককে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


উল্লেখ্য, দৃষ্টান্তমূলক কাজ এবং প্রশংসাযোগ্য কাজ, এই দুই বিভাগে পুলিশ আধিকারিকদের সম্মানিত করে রাজ্য সরকার। এবার প্রথম বিভাগে পুরষ্কৃত হচ্ছেন কলকাতার নগরপাল সৌমেন মিত্র-সহ তিন পুলিশ আধিকারিক। বাকি সাতজন পুরষ্কৃত হচ্ছে  দ্বিতীয় বিভাগে। তাঁদের মধ্যে রয়েছেন  কোচবিহারের পুলিশ সুপার সুমিত  কুমার, সুন্দরবনের  পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়,  পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার কে অমরনাথ, পশ্চিম মেদিনীপুরের সুপার দীনেশ কুমার।এর পাশাপাশি  পদক পাবেন  সিআইডি আইজি আনন্দ কুমার,  কলকাতার যুগ্ম কমিশনার সৈয়দ ওয়াকার রাজা ও কলকাতা পুলিশের এসটিএফের ডিসি অপরাজিতা রাই। আগামী রবিবার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে  সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply