BARABANI-SALANPUR-CHITTARANJAN

কংগ্রেস কার্যালয় বদল করে তৃণমূলের কার্যালয়ে পরিবর্তন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েতের আছড়া গ্রামে শুক্রবার একটি দলীয় কংগ্রেস কার্যালয় বদল করে তৃণমূলের কার্যালয়ে পরিবর্তন করা হয়।আর এই দলীয় কার্যালয়টির উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হল।এদিন এই দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন বহু নেতৃত্ব বৃন্দ। দলীয় কার্যালয়ের উদ্বোধন এর আগে আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে ধামসা মাদল বাজিয়ে পুষ্পবৃষ্টি করে বরণ করে নেওয়া হলো আগত তৃণমূল নেতৃস্থানীয়দের। বারাবনির যুব নেতা মুকুল উপাধ্যায়,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি,জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, সহ সকলে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন পর্বের সূচনা করেন
এরপর স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপু উপাধ্যায় এর প্রতিকৃতিতে মাল্যদান করে একযোগে
ফিতা কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন।এদিনের এই কর্মসূচিতে হাজির হয়ে


বারাবনি ব্লক যুবনেতা মুকুল উপাধ্যায় দলীয় কার্যালয়ে বসা তৃণমূল নেতাদের হুঁশিয়ারি সুরে জানান কোনো অন্যায় বরদাস্ত করা হবে না।
আছড়া আঞ্চলিক তৃণমূলের সভাপতি তপন তেওয়ারী জানান এই এলাকায় একসময় সিপিএমের আতঙ্কে দিন কাটাতে হয়েছে আগে আমরা কংগ্রেস করতাম তখন কংগ্রেসের কার্যালয় ছিল কিন্তু এখন কোন কংগ্রেস কর্মী নেই তাই কংগ্রেসের কার্যালয়টি তৃণমূল কার্যালয় করা হলে ।এই কার্যালয় হবার ফলে স্থানীয় মানুষের অনেক সুবিধা অসুবিধার কথা এই কার্যালয়ে এসে জানাতে পারবে ।প্রধান অতিথি ছাড়াও এদিন এই দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,
আছড়া পঞ্চায়েত এর প্রধান কল্পনা তাঁতী,উপপ্রধান হরেরাম তেওয়ারী,কয়লা খাদান শ্রমিক নেতা দীনেশ লাল শ্রীবাস্তব, সামডি প্রধান জনার্দন মন্ডল,সালানপুর পঞ্চায়েত সমিতির সদস্য পম্পা ঘোষ, রূপনারায়ানপুর পঞ্চায়েতের প্রধান রানু রায়,সহ আরো অন্যান পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ তৃণমূলের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply