ASANSOLBengali News

Artist welfare society  উদ্যোগে চিত্রশিল্পী সত্যেন গাঙ্গুলির স্মরণ সভা

বেঙ্গল মিরর আসানসোল ঃ Artist welfare society  উদ্যোগে বৃহস্পতিবার বিকালে  আসানসোলের পার্বতী  হলে শিল্পাঞ্চলের  প্রবীণ চিত্রশিল্পী সত্যেন গাঙ্গুলির স্মরণ সভা হয়। সভায় উপস্থিত হয়ে  চিত্রশিল্পী সত্যেন  গাঙ্গুলির ছবিতে ফুল দিয়ে  তার প্রতি শ্রদ্ধা জানান সচীন রায়, উৎপল রায় চৌধূরী সহ অন্যান্যরা। প্রসঙ্গতঃ, দিন  কয়েক আগেই  প্রবীণ  চিত্রশিল্পী সত্যেন  গাঙ্গুলি  মারা যান। স্মরণ সভায় উপস্থিত বিভন্ন বক্তারা  সত্যেন গাঙ্গুলি নিয়ে নিজের মনের কথা  তুলে ধরেন, ওনারা বলেন সত্যেন  গাঙ্গুলির চলে যাওয়াতে বিরাট ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *