DUARE SARKAR আজ থেকে, দেখে নিনি তালিকা কোন ওয়ার্ডে কবে camp
বেঙ্গল মিরর, আসনসোল : DUARE SARKAR আজ থেকে, দেখে নিনি তালিকা। আজ থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হছে। আসনসোল পৌরনিগমের জামুড়িয়া বোরো থেকে ক্যাম্প শুরু হছে। প্রত্য়েক বোরো এলাকায় দূ দিন করে ক্যাম্প হবে। প্রত্য়েক শিবিরে লক্ষী ভান্ডারের জন্য় দশটা করে কাউন্টার থাকবে। এছাড়া স্বাস্থ্য় সাথী সহ অন্য় সরকারী স্কীমের সুবিধা পাওয়া যাবে। প্রত্য়েক বোরো এলাকায় ক্যাম্পের সংখ্য়া বাড়িয়ে এবার পাঁচ করা হয়েছে যা গত বার তিন ছিলো।











দেখে নিন তালিক আসনসোলে কোন ওয়ার্ডে কবে camp হবে





প্রশাসনিক সূত্র জানিয়েছে, দুয়ারে জেলার প্রতিটি পঞ্চায়েত, পৌর কর্পোরেশন, বিডিও এবং এসডিও অফিসে ক্যাম্পের আয়োজন করা হবে। এই শিবিরগুলির মাধ্যমে পুরনো সরকারি স্কিম, ফুড পার্টনার, হেলথ পার্টনার, শিক্ষাশ্রী, জয় জোহর, তাপসিলি বাঁধু, কন্যাশ্রী, রূপশ্রী, এক্যশ্রী, এমএনআরইজিএ এবং জাতি সনদের উপর বিশেষ জোর দেওয়া হবে। এর সাথে লক্ষ্মী ভাণ্ডার, ছাত্র ক্রেডিট কার্ড, কৃষকবন্ধু (নতুন), বিনামূল্যে সামাজিক নিরাপত্তা প্রকল্প (পাসবুক আপডেট), কৃষি জমির পরিবর্তন এবং রেকর্ডে ছোটখাটো ভুল সংশোধন, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং আধার সম্পর্কিত সহায়তা যেমন নতুন স্কিম এছাড়াও উপলব্ধ। সুবিধাভোগীরা এখানে এই স্কিমগুলির জন্য আবেদন করতে পারবেন।
দুয়ারে সরকারের প্রথম পর্ব হবে 16 আগস্ট থেকে। 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্বের সময়, বিভিন্ন সরকারী স্কিম মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য 16 আগস্ট থেকে। থেকে রাজ্য সরকার দ্বারা দুয়ারে-দুয়ার সরকার যোজনা চালু হচ্ছে। ফরম দেওয়া হবে 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। 23 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র যাচাই -বাছাই করা হবে। 24 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সুবিধাভোগীদের সুবিধা দেওয়া হবে।


