ASANSOLBengali News

পৌরনিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতায় নিয়ে আসব ঃ দাশু 

৩৩ বছর আমি দিদির ছত্রছায়ায় রাজনীতি করেছি বললেন ভি শিবদাসন দাশু 

বেঙ্গল মিরর, আসানসোল ঃ  রাজ্য় তৃণমূল সম্পাদেকর সাথে আসানসোল পৌরনগিমের কন্ভেনার দায়িত্ব পাওয়ার পর ভি শিবদাসন দাশু বললেন সর্বপ্রথম আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রণাম জানাই,আমার এই ৩৫ বছর হোলটাইমার রাজনৈতিক জীবনে ৩৩ বছর আমি দিদির ছত্রছায়ায় রাজনীতি করেছি. এক সাধারন জায়গা থেকে আপনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন,আপনি আমাকে রাজনীতিতে বিভিন্ন পদাধিকার দিয়েছেন. 

আপনার আশীর্বাদে আমি আসানসোল শহর যুব কংগ্রেসের সদস্য হয়ে ছিলাম পরে সম্পাদক,সহ-সভাপতি থেকে শুরু করে জেলা সদস্য, যুব কংগ্রেসের আসানসোল শহর সভাপতি.তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর আপনার আশীর্বাদে  আমি তৃণমূল কংগ্রেসের আসানসোল শহর সভাপতি পরে রাজ্য কমিটির সদস্য হয়েছি,রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য,পরে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি,পৌরসভার টিকিট তারপর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি যার সাথে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি  অ্যাডিশনাল দায়িত্ব আপনি আমাকে দিয়েছিলেন.আমার নিজস্ব কিছু ভুলের জন্য আমি দল থেকে সাসপেন্ড হয়েছিলাম.পরে আপনি আবার আমাকে জেলার সাধারণ সম্পাদক, কার্যকরী সভাপতি, বিধানসভা নির্বাচনে দুবার টিকিট এবং পরে জেলা সভাপতি,চেয়ারম্যান ,কডিনেটর, আইএনটিটিইউসি চেয়ারম্যান,আসানসোল উত্তর  এবং দক্ষিণ বিধানসভা কনভেনার, রাজ্য তৃণমূল কংগ্রেসের  সম্পাদক করেছেন.

আজকে আপনি আমাকে আবার আশীর্বাদ দিয়ে আসানসোল পৌরনিগমের অধীনে 106ওয়ার্ডের এর কনভেনার করেছেন, এর জন্য আমি আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই,যার সাথে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ  আমি অসংখ্য ধন্যবাদ জানাই. এরকম পশ্চিমবঙ্গে প্রচুর লোক আছে যারা আপনার আশীর্বাদে পার্টির বিভিন্ন পদাধিকার সামলে যাচ্ছেন,আপনার আশীর্বাদ আছে বলেই আমরা এই জায়গায় আজ সবাই কাজ করতে পারছি.আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করবো আর আমি আপনাকে কথা দিচ্ছি,সবাইকে একসাথে নিয়ে আগামী পৌরনিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতায় নিয়ে আসব.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *