BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ব্লকের পাঁচটি মহিলা গোষ্ঠীকে প্রদান করা হল মাছের চারা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ও মৎস্য দফতরের উদ্যোগে সালানপুর ব্লকের মুক্তিধারা প্রকল্প থেকে সালানপুর ব্লকের পাঁচটি স্বনির্ভর গোষ্ঠীকে মাগুর মাছের চারা দেওয়া হল। সাথে মাছের খাবারও দেওয়া হল।
এদিন প্রথমে রূপনারায়ানপুর পঞ্চায়েতের বিরবাহা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে মাগুর মাছের চারা প্রদান করলেন সালানপুর পঞ্চায়েত সমতির সভাপতি ফাল্গুনী ঘাসি।

এদিন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য জুড়ে সকলকে আত্মনির্ভর গড়ে তোলার চেষ্টা করছেন আর সেই উদ্দেশ্যে নিয়েই পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ তত্বাবধানে সালানপুর পঞ্চায়েত সমিতি ও কৃষি দপ্তর ও মৎস্য বিভাগের সহযোগিতায় আজ ব্লকের পাঁচটি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ১০০ জন বেকার মহিলাদের নির্ভর করে তুলতে ৩০০০ পিস মাছের চারা প্রদান করা হয়। তাছাড়া এই মাছগুলির জন্য খাবার দেওয়া হয় সকলকে। এদিন এই মৎস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, সমাজসেবী ভোলা সিং ও কৃষি দপ্তর আধিকারিক রাজর্ষি ব্যানার্জি,মৎস অধিকারীক প্রবীর মজুমদার, শুভদীপ দে, বাবলু ঘাসি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *