BARABANI-SALANPUR-CHITTARANJAN

বহু প্রতীক্ষার পর অবশেষে আছড়া স্কুলের ১৩৮ জন ছাত্র ছাত্রীদের দেওয়া হবে উচ্চমাধ্যমিক এর মার্কশিট

বেঙ্গল মিরর,, কাজল মিত্র :-কোরোনা প্রাক্কালে এবছরও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বিনা পরীক্ষা দিয়েই ফল প্রকাশির হয় ।যার কারনে সমস্ত স্কুলে উচ্চমাধ্যমিক এর ফল প্রকাশিত হলেও সালানপুর ব্লকের আছড়া যজ্ঞেশ্বর স্কুলের ৩১৪ জন পরিক্ষার্থী দের মধ্যে ১৩৯ জন ছাত্র ছাত্রীর কোন মার্কশিট না আসার কারনে সমস্ত ছাত্র ছাত্রীরা ফল প্রকাশের পরই মার্কশিট নাপাওয়া ছাত্র ছাত্রীরা স্কুল চত্তরের সামনে
বিক্ষোভ শুরু করে ।

তারা তাদের উচ্চমাধ্যমিক এর মার্কশিট নেওয়ার দাবি জানিয়ে স্কুল প্রধান শিক্ষককে ঘিরে বেশ কয়েকবার বিক্ষোভ দেখায় ও আছড়া প্রধান রাস্তা এবং আসানসোল চিত্তরঞ্জন এর প্রধান রাস্তা অবরোধ করে।অবশেষে জানাজায় স্কুল কর্তৃপক্ষ এর গাফিলতির কারনে ১৩৯ ছাত্র ছাত্রীর কোন রেজিস্ট্রেশন উচ্চতম শিক্ষা দফতরে পাঠানো হয়নি যার কারনে ওই ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ যেতে বসেছিল।কিন্তু বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিধান উপাধ্যায় এর ঐকান্তিক প্রচেষ্টায় ওই ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেবিষয়ে স্কুল কতৃপক্ষ সহ সালানপুর ব্লক আধিকারিক অদিতি বসু স্কুল এসআই পাপিয়া ঘোষ , জেলার কর্মাধক্ষ মহম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক বিজয় সিং জেলা প্রশাসনের সাথে একাধিকবার বৈঠক ও আলোচনা করা হয়।অবশেষে ওই ১৩৯ জন ছাত্র ছাত্রীদের মার্কশিট প্রদান করা হবে ।

এতে সকলেই খুশি আছড়া স্কুল এর এক ছাত্র শুভজিত মান্না জানাই এবছর কোরোনা কালে কোন পরীক্ষা নেওয়া হয়নি তাই রাজ্যসরকার প্রতিটি স্কুলএর উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের পাস করিয়ে দেওয়া হয়েছিল।কিন্তু আমাদের স্কুলের ১৩৯ জন ছাত্র যখন জানতে পারে তাদের কোন মার্কশিট আসেনি বা তারা পাসই করেনি তখন আমরা সকল মার্কশিট চাওয়ার আবেদন জানাই কিন্তু স্কুল প্রধান শিক্ষক আমাদের সাথে কোন কথা নাবলায় অবশেষে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়।এরপরে আমাদের ১৫ দিনের সময় দেয়।যারপর মার্কশিট পাব জানতে পেয়ে আমরা সকলেই খুশি।


স্কুল প্রধান শিক্ষক নিখিল দত্ত জানাই স্কুলের কোন এক গাফিলতির কারনে এই সকল ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন শিক্ষা দফতরে পাঠানো হয়নি যার ফলে এই সমস্যা দেখা দিয়েছিল তবে সমাধান হয়েগেছে ।সকলে তাদের মার্কশিট পেয়েযাবে এবং কলেজেও তাদের ভর্তির বাবস্থা করা হবে ।

তৃনমূল মাধ্য়মিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি রাজীব মুখার্জী বলেন রাজ্য়ের আইন মন্ত্রী মলয় ঘটক ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্য়ায়কে কে এর জন্য় অসংখ্য় ধন্য়বাদ জানাছি, তাদের প্রচেষ্টায় এটা সম্বব হয়েছে।

পাসপোর্ট ভেরিফিকেশনের নামে টাকা চাওয়ায় অভিযোগ, আসানসোল দূর্গাপুর পুলিশের এসবির এক সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করলো এসিবি

দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শন করলেন, ডিভিশনাল কমিশনার, পুর কমিশনার নিতিন সিংঘানিয়া

ঝাঁঝরায় ইকো পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন কয়লা মন্ত্রীর, ইসিএলে ৯০টি এলাকায় বৃক্ষরোপণ অভিযান ২০২১ এর সূচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *