Breaking: MAITHON DAM জলে ডুবে মৃত্যু এক ছাত্রের রূপনারায়ানপুরে
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর থানার রূপনারায়ানপুর এর বাসিন্দা এক ছাত্রের মৃত্যু হল জলে ডুবে ।এলাকায় শোকের ছায়া।জানাজায় রাখি উৎসবের দিন রবিবার বাড়ির অনুষ্ঠান শেষে রূপনারায়ানপুর এর বাসিন্দা ছয়জন বন্ধু মাইথন ড্যাম্পের বৃন্দাবনি ঘাটে স্নান করতে যায় ।কিন্তু ছয়জনের মধ্যে তিনজন জলে নেমে স্নান করতে গেলে জলে ডুবতে থাকে সেইসময় জলের উপরে থাকা তিন বন্ধু চিৎকার শুরু করে।তাদের চিৎকার শুনে বৃন্দাবনি গ্রামের স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ।এবং তাদের জলেনেমে বাঁচানোর চেষ্টা করে কিন্তু স্থানীয়রা প্রথমে দুইজন কে জলথেকে তুলে পিঠাকেয়ারী হাসপাতালে পাঠানো হয় তারা সুস্থ রয়েছে।




কিন্তু ওপর আরেকজন ছাত্রকে গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে তাকে হাসপাতালে পাঠানো হলে হাসপাতাল এর তরফে তাকে মৃত বলে ঘোষণা করে।মৃত ছাত্রের নাম যস রাজ তেওয়ারী বয়স (১৭)। পরিজনের কাছে জানাযায় সিসে চিত্তরঞ্জন কনভেন্ট স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ।
এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।