বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সোমবার সকালে হঠাৎই বারাবনী থানার অন্তর্গত বারাবনী ব্লকের দাসকেয়ারী গ্রামের গোয়ালা পাড়ার এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত মনেশ পালের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। সূত্র মারফত জানা যাচ্ছে বাড়িতে তিনি বোমা মুজত করে রেখেছিলেন সেটাই আজকে হটাৎ ফেটে যায়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় তার গোটা বাড়িটায় উড়ে যায় টালির চালা এই ঘরটি কেউ বসবাস করতো না বলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ সিংহের দাবি তিনি ২০২১ বিধানসভা নিবার্চনের আগের থেকেই বিজেপি কর্মী হিসেবে এলাকায় অনেক দুষ্কর্ম চালাতেন, বাড়িতে আগের থেকেই বোমা মজুত করে রাখতেন, এবং তৃণমূল কর্মীদের হুমকি ও দিতেন কিন্ত প্রশাসনকে অনেকবার জানানো সত্ত্বেও কোনোরকম ব্যাবস্থা নেয়নি প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাবনী থানার পুলিশ এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় মনেশ পাল ও তার দাদা গণেশ পালকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাবনী থানার পুলিশ।