ASANSOL

রেলপার এলাকায় চাঞ্চল্য, ২২ গ্রাম মাদক সহ গ্রেফতার একই পরিবারের ৪ সদস্য

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ২৪ আগষ্টঃ আসানসোলের রেলপারের বাবুয়াতলাও এলাকায় অভিযান চালিয়ে মাদকের ব্যবসা করার অভিযোগে একই পরিবারের চারজনকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। মঙ্গলবার এই ঘটনায় রেলপার এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ রেলপারের বাবুয়া তলাও এলাকার বাসিন্দা বাবুজানের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ বাবুজান, তার দুই পুত্রবধূ ও মেয়ে সহ গ্রেফতার করে। বাবুজানের জামাই , ছেলে ও এক মেয়ে পুলিশ চোখকে ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হয়। পুলিশ এরপর বাবুজানের বাড়িতে তল্লাশি চালায়। সেই তল্লাশিতে তার বাড়ি থেকে প্রায় ২০ গ্রামের মতো হেরোইন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রসঙ্গতঃ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার হিসাবে অজয় ঠাকুর আসার পরেই মাদক কারবার বন্ধ করতে পুলিশ সক্রিয় ভূমিকা নিয়েছে। বেশকিছু মাদক কারবারীকে আসানসোল ও দূর্গাপুরের বিভিন্ন থানার পুলিশ গ্রেফতার করেছে।

এদিনের রেলপারের ঘটনার আগে পুলিশ গাঁজা, আফিম, হেরোইন সহ মাদক কারবারকারীর ধরেছে। পুলিশের কাছে খবর ছিলো, যে রেলপাড় বাবুয়া তলাও এলাকার বাসিন্দা বাবুজান এবং তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে গোপনে হেরোইন বিক্রি করছে। পুলিশ তাকে অনেক দিন ধরে খুঁজছিল। অবশেষে পুলিশ এদিন ফাঁদ ফেলে বাবুজান ও তার পরিবারের সদস্যদের কাছ পর্যন্ত পৌঁছায় । পুলিশের অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাবুজানের বাড়ি যে এলাকায় সেই এলাকা সংকীর্ণ ও সরু রাস্তা রয়েছে। এর সুযোগ নিয়ে তার পরিবারের বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে হেরোইন সহ গ্রেফতার করা হয় বাবু জান সহ তার পরিবারের ৪ সদস্যকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ হেরোইন কোথায় সরবরাহ করা হয়েছিল এবং কত লোক এই চক্রের সঙ্গে জড়িত ছিল তা জানার চেষ্টা করছে ।


बांगी, काला कौशिक गये जेल, रंगदारी वसूली या स्क्रैप कनेक्शन !
 


लच्छीपुर अंतर्राष्ट्रीय अपराध का अड्डा बन गया था, विदेशों से भी लाई जाती थी लड़कियां

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *