ASANSOLKULTI-BARAKAR

WBTSTA এর পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জিকে সম্বর্ধনা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : মঙ্গলবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে সংগঠনের জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জেলার চেয়ারম্যান মনোনীত করার জন্য উজ্জ্বল চ্যাটার্জিকে শিক্ষকদের পক্ষ থেকে তাঁর অফিসে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানানো হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এই উপলক্ষে উজ্জ্বল চ্যাটার্জি বলেছিলেন যে , তিনি শিক্ষকদের কাছ থেকে সম্মান পেয়ে খুবই আনন্দিত। শিক্ষকরা নির্বাচনের সময়ও অনেক সহযোগিতা করেছিলেন। এলাকায় বিভিন্ন সামাজিক কাজে শিক্ষকরা বিভিন্নভাবে এগিয়ে এসেছেন। নির্বাচনের ছাড়াও অন্যান্য কাজে তাকে শিক্ষকরা সহযোগিতা করেছেন।

সংগঠনের জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায় বলেন, উজ্জ্বল দা আমাদের দলের একজন অতি পুরনো এবং অভিজ্ঞ মানুষ, তার সঙ্গে আমাদের অনেক পুরনো সম্পর্ক। আমরা কুলটি এলাকায় একসঙ্গে অনেক কাজ করেছি। আমরা সহযোগিতা পেয়েছি যেকোনো স্কুলে কোনো সমস্যা হলে তাদের সাথে কথা বলে সবসময় তাদের সমাধান করার চেষ্টা করেছেন। শিক্ষকদের কিছু সমস্যা হলে সেগুলি তিনি অবিলম্বে তাদের সমাধান করেন। ওই অনুষ্ঠানে উদাস চক্রবর্তী, অর্ধেন্দু রায়, দীপিকা রায়, গিরিশ সিং, মুকেশ ঝা, মোহাম্মদ সালমান, রেহমান আনসারী, সন্তোষ ভগত, রাজেশ পাসি, রাজকুমার, রাজেশ মাহাতো এবং রাজেশ সাহনী এই বিশেষভাবে উপস্থিত ছিলেন।

লছিপুর আন্তর্জাতিক অপরাধের আড্ডাস্থলে পরিণত হয়ে গিয়েছিল, বিদেশ থেকেও নাবালিকাদের নিয়ে আসা হত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *