KULTI-BARAKAR

মাইথন আদর্শ সেবা সমিতির বৃক্ষরোপন ও অনলাইন প্রতিযোগিতা

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, মাইথন ঃ মাইথন আদর্শ সেবা সমিতি অনলাইন নিবন্ধ লিখন, আবৃত্তি এবং একক নৃত্য প্রতিযোগিতাযর আয়োজন করেছিল যাতে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড থেকে কয়েকশো প্রতিযোগী অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতায় 50 জন সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও পাঁচটি বিদ্যালয় ও কলেজের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়া 15জন ছাত্র-ছাত্রীদের সম্মানিত করা হয়। রবিবার আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন ডিভিসির এক্সকিউটিব ডিরেক্টর সত্যব্রত ব্যানার্জি মহাশয়।

অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ডিভিসির এক্সেকিউটিভ ইঞ্জিনীর চিত্তরঞ্জন সাহা, সিএসআর বিভাগের ম্যানেজার আহমেদ আনসারী, সমিতির সভাপতি অশোক মন্ডল ,কার্যকারী সভাপতি ,গোরাচাঁদ মন্ডল, প্রদীপ রঞ্জন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানের পরিচালনা করেন সমিতির সম্পাদক শংকর গাঙ্গুলী। নৃত্য প্রতিযোগিতায় রূপনারায়ণপুর ওচিত্তরঞ্জনের বহু ছাত্রীরা পুরস্কৃত হয়েছেন।

মাইথন আদর্শ সেবা সমিতি “সেভ ট্রি সেফ লাইফ” কে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মাইথন নেতাজি নগরে বৃক্ষরোপন অনুষ্ঠানের আয়োজন
করেছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিসির চিফ ইঞ্জিনিয়ার সহ প্রজেক্ট হেড সস্ত্রীক সুবোধ দত্ত, এক্সকিউটিভ ডিরেক্টর সত্যব্রত ব্যানার্জি, শংকর গাঙ্গুলী,প্রদীপ রঞ্জন চৌধুরী গোরাচাঁদ মণ্ডল, রাজু মুখার্জী, প্রবীর মজুমদার, সমীর মল্লিক প্রমূখ।

রাজ্য পুলিশের ৪৬ জন ইন্সপেক্টরের পদোন্নতি, হলেন ডিএসপি – এসিপি 

বড় স্বীকৃতি পেল তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির লকডাউন পাঠশালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *