নতুন জেলা শাসক এস অরুণ প্রসাদ
বেঙ্গল মিরর ,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :
এস অরুণ প্রসাদকে পশ্চিম বর্ধমান জেলার নতুন জেলা শাসক পদে বদলি করা হলো। হয়েছে। তিনি বর্তমানে জিএসটির স্পেশাল কমিশনার হিসাবে দূর্গাপুরে পোষ্টিং ছিলেন। এর আগে তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও ছিলেন।
অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বিভু গোয়ালকে কলকাতায় কেআইআইপির প্রজেক্ট ডাইরেক্টর পদে বদলি করা হয়েছে। প্রসঙ্গতঃ নির্বাচন কমিশন রাজ্য বিধান সভা নির্বাচনের মাঝে তৎকালীন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজিকে বদলি করেছিলো। পরে বিভু গোয়েলকে এই জেলায় জেলাশাসক করে আনা হয় ।
অন্যদিকে এদিন আরো দুজন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে, ওংকার সিং মিনাকে কৃষি সচিবের পাশাপাশি পিডব্লিউডি বিভাগের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পুর নগরোন্নয়ন বিভাগের প্রধান সচিব খলিল আহমেদকে হাউজিং বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার এই ৪ আইএএসের বদলি সংক্রান্ত নির্দেশ রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছে।