আসানসোল-দুর্গাপুর পুলিশের নতুন সিপি দায়িত্বভার গ্রহণ করলেন
বেঙ্গল মিরর ,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : সুধীর কুমার নীলকান্তম, আইপিএস আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। কলকাতা পুলিশে জয়েন্ট সিপি ছিলেন এসবি, সিকিউরিটি ছিলেন। দায়িত্বভার নেওয়ার আগে তিনি বলেন যে নাগরিকদের আরও ভাল আইন -শৃঙ্খলা রক্ষার ওপর উপর জোর দেওয়া হবে। শিল্পাঞ্চলের বাসিন্দাদের পুলিশের পক্ষ থেকে উন্নত পরিষেবা দেওয়া হবে, কোনো ধরনের অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। এটি লক্ষণীয় যে বিদায়ী অজয় কুমার ঠাকুরকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে জয়েন্ট সিপি ক্রাইম পদে বদলি করা হয়েছে।


















