ASANSOL

গৌর মন্ডল রোড দুর্গাপূজা কমিটি ও গোপালনগর আমরা কজন ক্লাব পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল : আসানসোল আসানসোল গৌর মন্ডল রোড দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে  এবং আসানসোল  পৌর কর্পোরেশনের বুধা  এলাকায় বার্নপুর ব্লাড ডোনার স্বেচ্ছাসেবী  সংস্থার সহায়তায় স্বর্গীয়  রবীন্দ্রনাথ দাস ও  স্বর্গীয় মোহন দাসের  স্মরণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের যৌথ ভাবে উদ্বোধন করেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক  এবং আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারপার্সন অমরনাথ চ্যাটার্জি।

 এখানে প্রবীর ধর, নর্থ ব্লক ১ তৃণমূল কংগ্রেস সভাপতি গুরুদাস চ্যাটার্জি, আসানসোল দক্ষিণ থানার ইনচার্জ অভিজিৎ চ্যাটার্জী, পূজা কমিটির সভাপতি কল্যাণ মণ্ডল, সচিব বৈদ্যনাথ ব্যানার্জি, অ্যাডভোকেট সৌরভ সাহা, সপন দাস, চঞ্চল মণ্ডল, শিবদাস ব্যানার্জি, অনিরুদ্ধ সাহা প্রমুখ । মন্ত্রী বলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল জেলা হাসপাতালে একটি মেশিনের ব্যবস্থাও করেছেন, যাতে এক ইউনিটের রক্ত ​​দিয়ে একজন নয় বরং তিনজনের জীবন বাঁচানো যায়। আজকের রক্তদান শিবিরে 26 ইউনিট রক্ত ​​সংগ্রহ করা হয়েছিল। এটা লক্ষ করার মতো যে, আজকের শিবিরে পুরুষদের তুলনায় মহিলারা বেশি রক্ত ​​দিয়েছেন।


  অন্য়দিকে আসানসোল উত্তর থানা এলাকার 30 নং ওয়ার্ড এলাকায় বাইপাসের পাশে গোপালনগর আমরা কজন ক্লাব নবম বছরের রক্তদান শিবিরের আয়োজন করে। আসানসোল পৌর কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের  চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সমস্ত রক্তদাতাদের  প্রশংসাপত্র দিয়ে শিবিরের উদ্বোধন করেন। এই উপলক্ষে 55 জন রক্ত ​​দিয়েছেন। এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব রঞ্জিত বোসও এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন। এগুলি ছাড়াও গোপাল নগর আমরা কজন ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। এই ক্যাম্প চলাকালীন  রক্তদাতাদের  উৎসাহ দেখা মতো ছিল।

Leave a Reply