নিখোঁজ বাবাকে পুলিশের উদ্যোগে ফিরে পেল মেয়ে
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য। আসানসোল। পর্যটকদের নিয়ে এখন থেকে উত্তরপ্রদেশের লাখনো যাওয়ার পথে মাঝরাস্তায় নিখোঁজ হয়ে যাওয়া আসানসোলের মহিশিলা বাসিন্দা ঐ বাসের চালক স্বপন সেন(৫৫) ।স্থানীয় দক্ষিন থানার পুলিশের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলেন। তার কন্যা রিয়া চৌধুরী তাকে পুলিশের কাছ থেকে পেয়ে অত্যন্ত খুশি।
আসানসোল দক্ষিণ থানার পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ চ্যাটার্জি জানান স্বপন বাবু আসানসোল থেকে পর্যটকদের নিয়ে একটি টুরিস্ট বাসে ২৫ সে আগস্ট লাখনো যাচ্ছিলেন। তিনি সহ ঐ বাসে দুজন চালক ছিলেন। উত্তরপ্রদেশের কোন এক জায়গায় অসুস্থতার কারণে তার কোনো রকম চিকিৎসা না করিয়ে তাকে রাস্তায় নামিয়ে দেয় ওই বাসে থাকা কর্মীরা। তার আগে থেকেই ভুলে যাওয়া একটি রোগ আছে ।এরপর তার মেয়ে এবং জামাই তাকে যোগাযোগ করে ফোনে না পাওয়ায় দীর্ঘ সময় পর আসানসোল দক্ষিণ থানায় এসে নিখোঁজের অভিযোগ জানান। কিন্তু ওই ভদ্রলোকের ভুলে যাওয়ার কারণে তখন তারা তাকে খোঁজার জন্য তার ফোন নাম্বারে ট্র্যাক করে খোঁজ শুরু করেন ।
আর তাতেই জানা যায় তিনি উত্তরপ্রদেশের আম্বেদকর এলাকার কাজীপুরা পুলিশ আউটপোস্ট এর কাছাকাছি কোথাও আছেন। এরপরেই অভিজিত বাবু অনেক চেষ্টা করে ওই পুলিশ ফাঁড়ির নম্বর জোগাড় করে সেখানকার আধিকারিকদের সাথে যোগাযোগ করে পুরো ঘটনা বলেন। থানা এলাকার দুশ মিটারের ধাকা স্বপন সেন কে তারা উদ্ধার করেন এবং পুলিশের অনুরোধে তাকে বৃহস্পতিবার খাইয়ে লখনৌ থেকে হাওড়া গামী একটি ট্রেনে চাপিয়ে দেন ।আর পুলিশের পক্ষ থেকে জেনে নেওয়া হয় ওই ট্রেনে কোন বগিতে তাকে বসানো হয়েছে। রেল পুলিশের সাথে তারা বিষয়টি নিয়ে যোগাযোগ রাখেন। তারপর দক্ষিণ থানার পুলিশ শুক্রবার সন্ধ্যা নাগাদ আসানসোল স্টেশনে গিয়ে সেই ট্রেন থেকে স্বপন বাবু কে নামায় এবং তার কন্যা রিয়া চৌধুরী হাতে তুলে দেন ।
অভিজিত বাবু বলেন আমরা খুব খুশি এভাবে একজন মানুষকে উদ্ধার করতে পেরে। তবে টুরিস্ট বাসের অন্য কর্মীরা অত্যন্ত অন্যায় করেছে । ওরা ফেরত এলে মালিক সহ তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অপরদিকে রিয়া চৌধুরী পুলিশের এই অভাবনীয় কাজকে অভিনন্দন জানিয়ে অত্যন্ত খুশি বলে জানান।
স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক যৌন নির্যাতনের অভিযোগ, কলকাতা থেকে গ্রেফতার স্বামী