RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে সুড়ঙ্গের আকারে ধস, আতঙ্কিত বাসিন্দারা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: ভূগর্ভের মাটির স্তর সরে গিয়ে এর আগে দু দু’দফায় দুটি পুকুর হঠাৎই মাটির তলায় তলিয়ে যায়। এবার লাগোয়া এলাকায় প্রাথমিক স্কুল সংলগ্ন রাস্তার ধারে সুড়ঙ্গের আকারে ধস নামায় ফের একবার আতঙ্কিত হয়ে পরল বেলিয়াবাথান এলাকার বাসিন্দারা। রানীগঞ্জের সাতগ্রাম এরিয়া অন্তর্গত বেলিয়াবাথান এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় থেকেই বেলিয়াবাথানা স্কুল সংলগ্ন এলাকার পেছনেই নিচু মাঝি পাড়া এলাকায়, রাস্তার ধারে এক ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি ইসিএল কর্তৃপক্ষ ওই সকল এলাকার নিচে কয়লা কেটে নেওয়ার পর, বালি ভরাট না করার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বারংবার। এর আগে সংলগ্ন এলাকার দুটি পুকুর হঠাৎই মাটির তলায় চলে যায়। সেক্ষেত্রে ওই পুকুর লাগোয়া এলাকায় বালি ভরাট না করার কারণেই ধসের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছিলেন তাঁরা। এবার নতুন করে রাস্তার ধারে স্কুলের পেছনে ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় এলাকার বাসিন্দারা দাবি করেন ইসিএল কর্তৃপক্ষ অবিলম্বে এইসব এলাকা কে সুরক্ষিত না করলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে পিছপা হবেন না।


যদিও এ বিষয়ে ইসিএল কর্তৃপক্ষ এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি। স্থানীয়দের সহায়তায় পুলিশ প্রশাসন ওই এলাকাটিকে বিপদমুক্ত করে তোলার জন্য সংলগ্ন এলাকাটি কে ঘিরে দিয়ে ওই গহবরের অংশটি কাঠ দিয়ে ঢাকা দেওয়ার ব্যবস্থা করেছেন।

20 দিন ধরে জলের সমস্যা বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ

Leave a Reply