গুরুতর অভিযোগ সাব-ইন্সপেক্টর সহ তিন জন সাসপেন্ড, ৪ সিভিক কেও এক মাসের জন্য বসিয়ে দেয়া হয়েছে
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল । বারাবনি থানার এক সাব-ইন্সপেক্টর এবং এক কনস্টেবল এবং আর ও দপ্তরের এক কনস্টেবলসহ তিনজনকে শুক্রবার অনৈতিক কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে তাদের সাথে থাকা চারজন সিভিক ভলেন্টিয়ার কেও এক মাসের জন্য বসিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
সাসপেন্ড হওয়া সাব ইন্সপেক্টর হলেন বাপ্পা ঘোষাল। কনস্টেবল দুধ কুমার ঘোষ এবং আর ও দপ্তরের কনস্টেবল অজয় গড়াই ।জানা গেছে বৃহস্পতিবার বারাবনির রুনাকুরা ঘাটের কাছে আন্ত রাজ্য নাকা চেকিংয়ের সময় এরা দুমকা থেকে বাংলার দিকে আসা একটি গাড়ির কে আটকায় এবং তার কাগজপত্র দেখানো সত্ত্বেও তার কাছে অন্য কিছু দাবি করে ।
এই অভিযোগ স্বয়ং পুলিশ কমিশনারের দপ্তরে পৌঁছানোর পর তদন্ত শুরু করে শুক্রবারে এদের সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ওই থানার বা সার্কেল অফিসের কোনো আধিকারিক মুখ খুলতে চাননি। নতুন পুলিশ কমিশনার আসার পরেই এমন ঘটনায় পুলিশ মহলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ কমিশনারেটের পশ্চিমাঞ্চলের ডিসি অভিষেক মুদি জানিয়েছেন গুরুতর অভিযোগ পেয়ে তদন্তের ভিত্তিতে একজন সাব-ইন্সপেক্টর সহ তিন জনকে সাসপেন্ড করা হয়েছে।