রানীগঞ্জে দরজার তালা ভেঙে লুটপাট
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি , রানীগঞ্জ : রানীগঞ্জের 91 নম্বর ওয়ার্ডের রহমত নগর এলাকায় বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে চোরের দল বাড়ির সদর দরজার তালা ভেঙে লুটপাট চালালো গৃহস্থের বাড়িতে। শুক্রবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়, ঘটনার খবর রাণীগঞ্জ থানার পুলিশে দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/09/img-20210903-wa00523849510448976729547-500x281.jpg)
ঘটনা প্রসঙ্গে জানতে যায় সোনার গহনার কারিগর, রহমত নগরের বাসিন্দা রাজু দে, নিজের দেশের বাড়ি বাঁকুড়া পাত্রসায়ের এ শ্রাদ্ধের কাজে বাড়ির সদস্যদের সঙ্গে নিয়ে গেছিলেন বুধবার বেরিয়েছিলেন, এরপর শুক্রবার তিনি দুপুর নাগাদ এসে দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙ্গা, আর এই বিষয়ে লক্ষ্য করেই, বাড়ির ভেতরে ঢুকতেই হতভম্ব হয়ে পড়েন তিনি, দেখেন বাড়ির আলমারি, শোকেস, খাট আসবাব পত্র, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে , বাড়ির লোহার আলমারি কোন ভারী হাতিয়ার দিয়ে ভেঙে লুট করেছে চোরের দল।
বাড়িতে থাকা নগদ কয়েক হাজার টাকা ও মূল্যবান সোনার গহনা, বেশকিছু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে তারা । এই বিষয়ে লক্ষ্য করেই রাজু বাবু তড়িঘড়ি রানীগঞ্জ থানার পুলিশে খবর দেয়, পুলিশ ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে। পরিবারের গৃহকর্তার দাবি এলাকার কিছু অসাধু ব্যক্তি এ ধরনের ঘটনা ঘটাতে পারে, লাগোয়া এলাকায় কিছু দূরে চলে নেশার আড্ডা, ওই সফল লোকেরাই এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক অনুমান তার।
লছিপুরে ট্রেড লাইসেন্স পরীক্ষা অভিযান আসানসোল কর্পোরশন ও পুলিশ
Breaking : Asansol শহরের জিটি রোডের একাংশে অটো ও টোটো চলাচলে নিষেধাজ্ঞা, পুলিশের মাইকিং