অবসরপ্রাপ্ত শিক্ষকদের ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সংগঠনের পরি চালনায় শিক্ষক দিবসের দিনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রী ও অবসরপ্রাপ্ত শিক্ষক দের বারাবনি বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভা পতি বিধান উপাধ্যায়ের হাত দিয়ে তুলে দেওয়া হলো সংবর্ধনা।এদিন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের চিত্রতে মাল্যদান করেন বিধায়ক বিধান উপাধ্যায়,জেলা পরিষদের কর্মদক্ষ মোঃ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভা পতি বিদ্যুৎ মিত্র,রূপনারায়নপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রানু রায়, ব্লকের ছাত্র পরিষদের সভাপতি মিঠুন মণ্ডল,তৃণমূল নেতা জয় প্রকাশ সিং সহ আরো অনেকে।




এই প্রসঙ্গে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন আজ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্ম দিবস আজকের এই দিনটিতেই সবাই শিক্ষকদের সন্মান জানান।তাই আজ সালানপুর ব্লকের অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হলো তার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রী দের সংবর্ধনা দেওয়া হলো।