বারাবনি ব্লক বাউরি জনগোষ্ঠী কালচারাল সোসাইটির পক্ষ থেকে পালিত হলো শিক্ষক দিবস
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বারাবনি ব্লক বাউরি জনগোষ্ঠী কালচারাল সোসাইটির পক্ষ থেকে আমনালা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া হলো সংবর্ধনা।তার পাশাপাশি ১২০জন পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো বই,খাতা,কলম সহ বিভিন্ন সামগ্রিক।
শিক্ষক দিবস উপলক্ষে ডঃ সর্বপল্লী রাধাকৃষণের চিত্রতে মাল্য দান করে এই অনুষ্ঠানের শুভঃ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বারাবনি পঞ্চায়েত সমিতি র সহ সভাপতি সুকুমার সাধু সহ ইটাপাড়া পঞ্চায়েত সদস্য সুদীপ্ত গান্ধী,সমাজসেবী লোটন কর্মকার ও ছোটন কর্মকার।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/09/img-20210905-wa00498672971798363435892-500x375.jpg)
এই প্রসঙ্গে বারাবনি পঞ্চায়েত সমিতি র সহ সভাপতি সুকুমার সাধু বলেন বাউরি জনগোষ্ঠী কালচারাল সোসাইটির পক্ষ থেকে একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে,আজকের দিনে শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হলো তার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যগুলি তুলে দেওয়া হলো।
তাছাড়া এদিন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক আস্তিক বাউরি,সভাপতি অজিত দাস,কোষাধ্যক্ষ নারণ নিতাই সহ গণেশ বাউরি সহ আরো অনেকে।