ASANSOLBengali News

জমি রক্ষার দাবিতে আসানসোল আদিবাসী সংগঠনের বিক্ষোভ মিছিল

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল : জল, জমি ও জঙ্গলের অধিকারের দাবীতে বুধবার সকালে আসানসোলে বিক্ষোভ মিছিল অল ইন্ডিয়া আদিবাসী কো-অর্ডিনেশন কমিটি। জমি মাফিয়া, ভূমি ও ও ভূমি সংস্কার বিভাগের কিছু কর্মীরা যোগসাজশে আদিবাসীদের জমি দখল করছে। এই ধরনের লোকদের কাছ থেকে আদিবাসীদের রক্ষা করে আদিবাসীদের জল, জঙ্গল ও জমির অধিকার পাওয়া উচিত বলে মন্তব্য করেন কমিটির সম্পাদক মতিলাল সোরেন। তিনি বুধবার আসানসোলে অল ইন্ডিয়া আদিবাসী কো-অর্ডিনেশন কমিটির ব্যানারে আদিবাসীদের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নেতৃত্ব দেন। আদিবাসী সমাজের মানুষেরা এদিন আসানসোলের বি এন আর মোড় থেকে মিছিল করে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসকের কার্যালয়ে আসেন। সেখানে বিক্ষোভ দেখানোর পরে কমিটির পক্ষ থেকে এডিএমকে ( ল্যান্ড) স্মারকলিপি জমা দেওয়া হয় ।

भू माफिया हड़प रहे

মতিলাল সোরেন আরো বলেন , আদিবাসীদের জমি আইন ইংরেজ সরকারের আমলে তৈরী করা হয়েছিল। কিন্তু বর্তমানে আদিবাসীরা ভূমি সংস্কার আইনের কারণে এটি থেকে বঞ্চিত হচ্ছে। জমি মাফিয়াদের সঙ্গে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কিছু দুর্নীতিগ্রস্থ কর্মী ও আধিকারিকদের সঙ্গে মিলে মিশে প্রভাবশালী কেউ কেউ এসব করছেন। আদিবাসীদের জমি তাদের পূর্বপুরুষদের নামে রয়েছে। কিন্তু জমি মাফিয়া তাদের নিজেদের নামে রেকর্ড করে ফেলছেন। নিয়ামতপুর, বার্নপুরে আদিবাসীদের জমি দখল করা হয়েছে। আসানসোলের বাকিডাঙ্গা ও কালিপাহাড়ি এলাকায় কিছু জমি মাফিয়া আদিবাসীদের জমি দখল করেছে। জেলা প্রশাসনকে এইসব বন্ধ করে আদিবাসীদের জমি ফিরিয়ে দিতে হবে। দ্রুত তা করা না হলে, বৃহত্তর আন্দোলন করা হবে।

শিক্ষক সংগঠনে গোষ্ঠীকোন্দল করা ঠিক নয়: উজ্জ্বল, WBTSTA উদযাপন করল শিক্ষক দিবস

Leave a Reply