আসানসোল পৌরনিগমের সামনে বিক্ষোভ, শূন্যপদ পূরণ সহ একগুচ্ছ দাবি নিয়ে বাম ছাত্র -যুব সংগঠনের
বেঙ্গল মিরর আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত: বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ( DYFI) এবং ছাত্র সংগঠন এসএফআই (SFI) এর পক্ষ থেকে আসানসোল পৌরনিগমের সামনে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এর আগে একই দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখিয়ে বাম ছাত্র এবং যুব সংগঠনের পক্ষ থেকে আসানসোলের আশ্রম মোড়, জিটি রোড থেকে একটি মিছিল সংগঠিত হয় যা আসানসোল পৌরনিগম মোড়ে এসে শেষ হয়। পরবর্তীকালে ওই মিছিল বিক্ষোভ সমাবেশে রূপান্তরিত হয়। ওই বিক্ষোভ সমাবেশে থেকে বাম ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্ব আসানসোল পৌরনিগমের বিরুদ্ধে আওয়াজ তোলেন ও প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
এইসময় ডিওয়াইএফআইয়ের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি বিক্ষোভ প্রদর্শন করার সময় বলেন যে, ” বর্তমান সময়ে আসানসোল পৌর নিগম মে কোন কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না। পৌরনিগমের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অবিলম্বে নির্বাচন হওয়া প্রয়োজন। স্বচ্ছতার সঙ্গে পৌরনিগমের শূন্যপদ পূরণ করার জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা দরকার। অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। রানীগঞ্জ ,অন্ডাল এবং জামুড়িয়ার কিছু অংশ নিয়ে পৃথক কর্পোরেশন তৈরি করতে হবে যাতে মানুষ আরো সুস্থ পরিষেবা পেতে পারেন।
সঠিক সময় পৌরনিগমের পক্ষ থেকে পানীয় জলের পরিষেবা দিতে হবে।
তিনি আরো বলেন রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল রাস্তাগুলি অবিলম্বে মেরামত করতে হবে এবং পৌরনিগমের অধীন রাস্তাগুলি যানজট মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরই সঙ্গে গারুই নদীর সংস্কার অবিলম্বে করার ব্যাপারটিও তিনি তুলে ধরেন তার বক্তব্যে। মানুষ বর্তমানে ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কাউন্সিলর না থাকার জন্য সমস্ত ওয়ার্ড গুলিতে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে।ওই বিক্ষোভ কর্মসূচিতে হেমন্ত প্রভাকর সাগর মুখার্জি, ভিক্টর আচার্য, সুজিত কুড়ি, দেবজ্যোতি পট্টনায়ক সহ বহু ডিওয়াইএফআই এবং এসএফআই নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।