BARABANI-SALANPUR-CHITTARANJAN

ADDA থেকে কমিউনিটি হলের শিল্যান্যাস হল আদিবাসী পাড়ায়, ৪২লক্ষ টাকা ব্যায়ে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– সালানপুর ব্লকের অন্তর্গত জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতএর ঘিয়াডোবা আদিবাসী পাড়ার মহুলডাঙ্গায় প্রায় ৪২লক্ষ ২ হাজার টাকা ব্যায়ে এডিডিএ ফান্ড থেকে একটি কমিউনিটি হলের ফিতেকেঁটে ও নারকেল ফাটিয়ে শিল্যান্যাস করলেন আসানসোল এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি ও বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমানজেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায়।

কমিউনিটি হলের শিল্যান্যাস

এই অঞ্চলের প্রায় পাঁচটি আদিবাদী গ্রামের মানুষের বহুদিনের দাবী ছিল একটি কমিউনিটি হলের।তাদের যেকোন অনুষ্ঠান করতে অনেকটাই অসুবিধা হত তাই গ্রামবাসীরা বিধানসভা ভোটের আগেই তাদের পানীয় জল এর সাথে সাথে এটিও একটি বড় চাওয়া ছিল।যার সমাধান হেতু আজ বারাবনি বিধায়কের প্রচেষ্টায় ও আসানসোল এডিডিএ চেয়ারম্যান মহাশয় এর সহযোগিতায় এই কমিউনিটি হলের শিল্যান্যাস করা হল ।

এই প্রসঙ্গে বিধায়ক বিধান উপাধ্যায় বলেন এই গ্রামের মানুষের অনেক দিনের চাহিদা ছিলো একটি কমিউনিটি হলের তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল এডিএডিএ ফান্ড থেকে ৪২লক্ষ টাকা ব্যয় করে এই কমিউনিটি হলের নির্মাণ করা হবে ।
এই কমিউনিটি হলের শিল্যান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি,সহসভাপতি বিদ্যুৎ মিশ্র,
জেলা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী,সমিতির করমাধ্যক্ষ উৎপল কর, উপপ্রধান বন্দনা মন্ডল, সদস্যা অপর্ণা রায়, শকুন্তলা মারান্ডি,রাসমণি বেশরা, প্রদীপ পন্ডিত,সহ আরো অনেকে।

RTA বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব নিলেন পান্ডবেশ্বরের বিধায়ক 

শহর থেকে গ্রাম শুরু হলো Duare

Leave a Reply